Sunday, August 4, 2019

১২ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে যাচ্ছে দেশের প্রথম সাইবার জিম

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) স্থাপিত হবে দেশের প্রথম সাইবার জিম।সাইবার হামলা থেকে রক্ষা পেতেই মূলত এই জিমে প্রশিক্ষন চলবে।


রোববার (৪ আগস্ট) এমআইএসটি এর অ্যাকাডেমিক ভবনে 'বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি' শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।তিনি ঘোষণা দেন প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে দেশের প্রথম সাইবার জিম প্রতিষ্ঠা করে হবে।

তিনি তার বক্তবে আরো বলেন। প্রযুক্তি যত বাড়বে তত তার অপব্যাবহার ও বাড়বে। যদি আমরা এই অপব্যাবহারের ঝুকি মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের পিছিয়ে যাবো। তারই প্রস্তুতির অংশ হিসেবে আমরা এমআইএসটিতে দেশের প্রথম সাইবার জিম স্থাপন করতে যাচ্ছি।


Previous Post
Next Post

22 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. বেটিকে সেটা সরকারি অনুমোদিত ভালো একটা অ্যাপস আপনি কাজ করার সাথে সাথে পেমেন্ট নিন

    ReplyDelete
  3. নাইস এপ চালান প্রেমের সাথে সাথে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে

    ReplyDelete
  4. ভালো মানের অ্যাপ চালান ভালো মানের ইনকাম করে সঠিকভাবে চালান সাথে সাথে পেমেন্ট

    ReplyDelete